জয়পুরহাটে সুজন-হিউম্যান রাইটস্ ফোরামের গোল টেবিল বৈঠক

আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটে সু-সাশনের জন্য নাগরিক (সুজন) ও হিউম্যান রাইটস্ ফোরামের যৌথ আয়োজনে মানবাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক সুজন সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আমদই ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে শতাধিক অংশগ্রহণকারীর অংশগ্রহণে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে অতিথির বক্তব্য প্রদান করেন জেলা বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক (অব.) আমিনুর রহমান বকুল, অধ্যক্ষ বিমল চন্দ্র সাহা, প্রফেসর শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহিম, সুজন-রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আছির উদ্দিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইছামদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী, ইউপি সচিব আমিনুল বারী, হিউম্যান রাইটস্ ফোরাম, রাজশাহী বিভাগীয় সদস্য ইসমাইল হোসেন হাদি প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশ নেয় মোঃ রাশেদুল ইসলাম, আব্দুল আলিম, রায়হান মন্ডল, মোঃ মাসুদুল হক, রবি মিয়া মন্ডল প্রমুখ। জেলা সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন। আলোচনায় উঠে আসা প্রস্তাব স্থানীয় সরকার ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার কমিশন, গঠন, না ভোটের বিধান চালু, সংসদ সদস্যের ফ্লোর ক্রস বিধান রহিতসহ ৫১ দফা প্রস্তাবনা পাঠ করেন। গোল টেবিল বৈঠক শেষে মোঃ ওমর আলী বাবুকে সভাপতি ও প্রফেসর শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি সর্বসম্মতভাবে গঠন করা হয়।

Exit mobile version