সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাট সদর থানাধীন মহুরুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০টি ট্যাপান্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নয়ন হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। গ্রেপ্তারকৃত নয়ন মহুরুল এলাকার রবিউল ইসলামের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (১৯ জানুয়ারি) সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযান চালিয়ে নয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন হোসেন এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।