শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল রোববার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪ টায় জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানান হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব একটি দল অভিযানকালে অজ্ঞাত মাদক ব্যবসায়ী র্যাব এর উপস্থিতি টের পেয়ে ১৮৪ বোতল ফেন্সিডিল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ফেন্সিডিল পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়