মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিনিধি:
র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল রোববার (৩১ মার্চÑ ১১:৪৫ টায় জয়পুরহাটের পাঁচবিবি থেকে ৩টি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি ইলিয়াস আলী (৪০) গ্রেফতার করেছে। সে পাঁচবিবি থানার রামভদ্রপুরের মৃত আছির উেিরর ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি র্সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ইলিয়াস একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত।
যাতে কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এর ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।