শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ২০২৩’তে সর্বোচ্চ করদাতায় পুরস্কৃত হয়েছেন- সদরের সদর রোডের মো. রফিকুল আলম মন্ডল, তরুণদের মধ্যে সদর রোডের (সিও কলোনী) এলাকার মো. মাহমুদুল হাসান মেহেদী, সদর রাস্তার স্বজন কুমার জাজেদিয়া, জামালগঞ্জ রোডের রোমানা আক্তার, নারীদের মধ্যে জেআরডিএম এনজিও চেয়ারম্যান ক্ষেতলাল উপজেলার খানপাড়া দাশড়ার রাজিয়া সুলতানা ও সদরের জামালগঞ্জ রোডের দীর্ঘমেয়াদী করদাতায় মো. আসাদ আলী মুন্সী।
জয়পুরহাটে বগুড়া কর অঞ্চলে, জয়পুরহাট সার্কেল-২০ ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬৭ কোটি ৮৮ লক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রায় ডিসেম্বর-২৩ পর্যন্ত ২১ কোটি ৭৭ লক্ষ টাকা কর আদায়ে সক্ষম হয়েছে। ডিসেম্বর ২০২৩ এর ৩০ ডিসেম্বর পর্যন্ত ৮ হাজার ২শত ৩০টি রিটার্ন থেকে ৮৮ লক্ষ ৯৬ হাজার টাকা কর আদায় করেছে। এর আগে ২০২২-২০২৩ অর্থবছরে একই জয়পুরহাট কর সার্কেল-২০ ৫২ কোটি ৬২ লক্ষ টাকা কর আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৩ কোটি ৫২ লক্ষ ৪৬ হাজার ৮৫২ টাকা আদায় করেছিল। সে সময় রিটার্ন দাখিল হয়েছিল ১০ হাজার ৫৮৬টি।
এলাকার সচেতন নাগরিক গোষ্ঠী কর প্রশাসনে জয়পুরহাটে কর আদায়ে জনবল বৃদ্ধি করতে পারলে আদায়ের পরিধি আরও বাড়তে পারতো বলে অভিমত ব্যক্ত করেছেন। এ ব্যাপারে বগুড়া অঞ্চলের জয়পুরহাট কর সার্কেল-২০ সহকারী কর কমিশনার শেখ আলী হাসান জানান, এ সার্কেল ২০২২-২০২৩ অর্থবছরে যেমন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কর আদায় করেছে, তেমনি ২০২৩-২০২৪ অর্থবছরেও তেমনটি লক্ষ্যমাত্রা ছাড়ানো পর আদায় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, এ অঞ্চল জোন ও সার্কেল বৃদ্ধিতে জনবল কাঠামো আরও বাড়ানো গেলে আরও অধিক কর আদায় যেতে পারতো। তেমন চিন্তা ভাবনা সরকার করছেন বলেও তিনি জানান।