মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাবক-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় জয়পুরহাটের উত্তর জয়পুর এলাকা থেকে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে নাশকতা সৃষ্টি করতে পারে মর্মে তথ্যের ভিত্তিতে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন (৩৮) সহ তিন আসামীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্ততে জানান হয়, হত্যাচেষ্টা মামলা ও বিস্ফোরক আইনে জয়পুরহাট থানার মামলা নং-১১/৪০৭, তারিখ-১০/০৯/২০২৪, ধারা-১৪৩/৩২৫/৩২৬/৩০৭/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৪/৫ এর এজাহার নামীয় পলাতক আসামী ১।
মোঃ জাকির হোসেন (৩৮), সাবেক পৌর কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, জয়পুরহাট পৌর আওয়ামীলীগ, পিতা-মোঃ নান্নু মোল্লা, সাং-সাহেবপাড়া ও সন্দিগ্ধ পলাতক আসামী ২। মোঃ মাসুদ রানা (৪২), সক্রিয় সদস্য, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগ, পিতা-সায়েম উদ্দিন, সাং-রাঘবপুর, ৩। মোঃ আলম হোসেন (৪৬), সক্রিয় সদস্য, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগ, পিতা-মোঃ আবু হোসেন, সাং-চকশ্যাম এবং ৪। মোঃ আবু জাফর জনি (৪২), সক্রিয় সদস্য, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগ, পিতা-বেলাল উদ্দিন, সাং-চকগোপাল, সর্ব থানা- জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটগণকে গ্রেফতার করা হয়।
নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।