সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
জয়পুরের এক রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে হয়েছে। হঠাৎ বিস্ফোরণের পর আগুন লেগে যায়। তাতেই ঝলসে মৃত্যু হয়েছে ৬ শ্রমিকের। গুরুতর আহত আরো একজন।
পুলিশ সূত্র জানায়, শনিবার (২৩ মার্চ) সন্ধেয় ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। বয়লারে বিস্ফোরণ ঘটে প্রথমে। বিষাক্ত রাসায়নিক নির্গত হতেই আগুন লেগে যায়। কারখানার অন্যান্য শ্রমিকরা কোনো মতে পালাতে পারলেও, কয়েকজন ভিতরে আটকে পড়েন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন। ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় আগুনে ঝলসে ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ শ্রমিকের। আহতদের দ্রত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। অন্যজনের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁর।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন