বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
প্রায় দুশোর কাছাকাছি টার্গেট। সেই রান তাড়া করতে গিয়ে পাঁচ উইকেট খুইয়ে বেহাল দশা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দাঁতে দাঁত চাপা লড়াই। তবে শেষরক্ষা হল না আমেরিকার। সুপার এইটের প্রথম ম্যাচে তারা হারল দক্ষিণ আফ্রিকার কাছে।
এদিন টসে জিতে বোলিং নিয়েছিল টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ। তবে প্রথম থেকেই প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে নির্বিষ হয়ে পড়ে মার্কিন বোলাররা। দ্বিতীয় উইকেট ১১০ রানের পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি’কক এবং এডেন মার্করাম। তবে একটা সময়ে ঘুরে দাঁড়ায় আমেরিকা।
রানের গতিতে রাশ টেনে দুশোর কমেই আটকে দেয় দক্ষিণ আফ্রিকার ইনিংসকে। ৭৪ রান করেন ডি’ কক। ৪৬ রান আসে অধিনায়ক মার্করামের ব্যাট থেকে। দুটি করে উইকেট তুলে নেন সৌরভ নেত্রাভালকর এবং হরমিত সিং।
১৯৫ রানের বড় টার্গেট তাড়া করতে গিয়ে বেশ ভালো ছন্দেই শুরু করেন মার্কিন ওপেনাররা। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে আমেরিকা। কিন্তু তার পর থেকেই একের পর এক উইকেটের পতন। একটা সময়ে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল আমেরিকা, স্কোরবোর্ডে তখন মাত্র ৭৬ রান।
সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন আন্দ্রিস গউস এবং হরমিত। ৯১ রানের পার্টনারশিপ গড়ে পালটা লড়াই দেন দক্ষিণ আফ্রিকাকে। তবে ১৯ তম ওভারে হরমিত আউট হওয়ার পরেই ফের ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে আমেরিকা।
শেষ পর্যন্ত ৮০ রানে গউস নট আউট থাকলেও ম্যাচ জেতাতে পারেননি। টার্গেট থেকে ১৯ রান দূরে থেমে যায় মার্কিন ইনিংস। এদিন দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিসো রাবাডা। মাত্র ১৮ রান দিয়ে তিনি ৩ উইকেট তুলে নেন।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন