নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ল্যাবে সদ্য স্থাপনকৃত ‘জয় সেট সেন্টার; জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ঢাকা সফর শেষে রাজশাহীতে ফিরে বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনের ১০ তলায় স্থাপিত সেন্টার‘টি পরিদর্শন করেন তিনি।
এ সময় সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, রাজশাহী সিটি কর্পোরেশনের এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর প্রফেসর মুহা: হবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ০১ জানুয়ারি থেকে ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। এর কো-অর্ডিনেটর হিসেবে আছেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা: হবিবুর রহমান। রাসিক এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কোর্সসমূহ হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং। চার মাসব্যাপী প্রশিক্ষণে প্রথম ব্যাচে চারটি কোর্সে ২৪০জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।
গত ২১ জানুয়ারি রাসিক এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে শেষে স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন এবং ইনস্টিটিউট সমৃদ্ধকরণে ৬০টি কম্পিউটার সেট প্রদানের প্রতিশ্রতি দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ৬০টি কম্পিউটার নিয়ে স্থাপিত জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।