মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :গভীর রাতে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
ইউএস সেন্ট্রাল কমান্ডের বিবৃতির উদ্ধৃতি দিয়ে রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
গণমাধ্যমটি জানিয়েছে, সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের ‘টাওয়ার ২২’ এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোনটি আঘাত হানে।
এ হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ ক্যারোলিনায় অবস্থান করছিলেন। হামলায় ৩ মার্কিন সেনা নিহতের খবর পাওয়ার পর একটি চার্চে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, ‘আমরা এই হামলার প্রতিক্রিয়া জানাবো। ’
এ হামলার জন্য সিরিয়া এবং ইরাকে অবস্থান নেয়া সক্রিয় ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন তিনি।
সেনাদের মৃত্যুর বিষয়টি সিএনএনকে নিশ্চিত করে সেনা কর্মকর্তারা জানান, ওয়ানওয়ে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। ওয়ানওয়ে ড্রোনে বিস্ফোরক থাকে। যেটি লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটায়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ড্রোনটি ইরান-সমর্থিত কোনো মিলিশিয়া গোষ্ঠী ছুড়েছে এবং এটি সিরিয়া থেকে ছোড়া হয়েছে। কোন মিলিশিয়া গোষ্ঠী হামলাটি করেছে তার অনুসন্ধান চলছে বলে জানান মার্কিন কর্মকর্তারা।
তথ্যসূত্র: বাংলানিউজ