বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর স্থানীয় একটি হোটেলে বরেন্দ্র ক্যাম্পেইন দলের উদ্যোগে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ও বরেন্দ্র ক্যাম্পেইন দলের লীড ফয়েজুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন ‘গ্রামীন জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান ( ঈঝজখ) এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা এবং জ্বালানি ও জলবায়ু বিশেষজ্ঞ হাসান মেহেদী।
সভায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা এবং বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানিখাত বিষয়ে আলোচনা হয়।এই ওরিয়েন্টেশন এ বরেন্দ্র প্রচারণা দলের ১৩টি সংগঠনের ২৬ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। সভায় ঈঝজখ এর আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয।