জাইকা প্রতিনিধি দলের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১১:০৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার জাইকা বাংলাদেশ অফিসের প্রোগাম অ্যাডভাইজার তমুউকি ওতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ মতবিনিময় করেন। প্রতিনিধি দল রাজশাহীর শিল্প ও ব্যবসা উন্নয়নে প্রয়োজনীয় কি পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, চেম্বার পরিচালক রফিকুল ইসলাম, জাইকা‘র রিসার্চ অ্যাসোসিয়েট সাকিব-ই-আজম, বিশিষ্ট ব্যবসায়ী আবু সালেহ মো. ওমর শরীফ, আবুল কালাম আজাদ, আশিকুর রসুল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ