জাকের আলীকে নিয়ে ভারত সিরিজের টেস্ট দল ঘোষণা

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১:১৮ অপরাহ্ণ

জাকের আলী।

সোনার দেশ ডেস্ক :


ভারতের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। তার আগে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দলে থাকা শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একজন বাড়তি উইকেট কিপার ব্যাটার হিসেবে জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন জাকের আলী। ভারত সিরিজের পরিকল্পনায় থাকায় কোচ সোহেল ইসলামের ক্যাম্পে গত কয়েক দিন ধরে লাল বলে অনুশীলন করতে দেখা গেছে এই উইকেট কিপার ব্যাটারকে।

২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান স্কোয়াডে একমাত্র ক্রিকেটার যিনি এখনও অভিষেকের অপেক্ষায়। ২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর জাকেরের গড় ৪১.৪৭। ৪৯ ম্যাচে তার রান ২ হাজার ৮৬২। সর্বোচ্চ ১৭২। কিছুদিন আগে পাকিস্তানের হয়ে ‘এ’ দলের সিরিজে এই রান করেছিলেন।

টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও ভালো নয়। বিশেষ করে টেস্টের পারফরম্যান্স। ১৩ টেস্টের ১১টিতেই হেরেছে। বাকি দুটিতে আছে ড্র। এর মধ্যে ভারতে গিয়ে তিনটি ম্যাচের সবকটিই হেরেছে বড় ব্যবধানে।

তবে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত সিরিজ নিয়ে বড় আশায় বাংলাদেশ। বড় কিছু করার স্বপ্ন নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল। দুই দিন অনুশীলন করে১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৬, ৯ ও ১২ অক্টোবর।

দুই টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন