মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বোয়ালিয়া থানা বিএনপি পূর্ব ও পশ্চিম কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর ভুবনপার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
তিনি বলেন, দীর্ঘ পনের বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। নির্বাচন নিয়ে প্রহসন করেছে বিগত আওয়ামী লীগ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা। তিনি দিনের ভোট রাতে এবং আগের দিনসহ নির্বাচনের দিন ত্রাস সৃষ্টি করে ভোট নিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করেছিলেন।
তিনি আরও বলেন, তারেক রহমানকে আটক করে অমানুষিক নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। এরপর তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেও বেগম জিয়াকে ট্রাম্পকার্ড হিসেবে বিগত লুটেরা সরকার আটকিয়ে রেখেছিল। সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা করে নিজের ক্ষমতা আরও পাকাপোক্ত করতে চেয়েছিলেন খুনি হাসিনা। ওই আন্দোলনে খুনি হাসিনা নিজে আইনশৃংখলা বাহিনী ও তার ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগসহ সন্ত্রাসীদের হুকুম দিয়ে দেশব্যাপি হাজার হাজার ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছিলেন। এতো কিছু করেও হাসিনার শেষ রক্ষা হয়নি।
সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম (নিপু)। বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সদস্য সচিব আলাউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম ইমন, আরিফুল শেখ বনি, জরিনা ও রিতা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রিংকু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্য সচিব বজলুজ্জামান মহন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।