সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ১৬ এপ্রিল থেকে রংপুর ভেন্যুতে ৩৭তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা (টায়ার-১) শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজশাহী জেলা দল।
জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট সমিতির সম্পাদক ইনতেখাব আলম বাবর জানিয়েছেন, প্রাথমিকভাবে ৩১ জন খেলোয়াড়কে নিয়ে আগামীকাল শনিবার বিকেল ৩টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। যেসব খেলোয়াড়দের অনুশীলনের জন্য ডাক হয়েছে। তারা হলেন, তনু, আসিফ, সজিব (শিরইল), কানন, ফিরোজ, সবুজ, রশিদ, অভি (জুনিয়র), তুহিন, শাহাজাদা, গাফ্ফার রনি, ভুলু, সকাল, ডিকি, শাহরিয়ার সুমন, রকি (এ্যালাইড), জাহাঙ্গীর, সান, মারুফ (এ্যালাইড), শুভ্র, হিরো, রমজান, ফাহিম (টাউন), অন্তর, রাফি (আর.সি.সি), ইদ্রিস, লিখন, তায়রান, হাসমত, হিমেল (ব্রাইট) ও জাকারিয়া রাজু।