জাতীয় পর্যায়ে মানসম্মত শিক্ষায় তৃতীয় নিউ গভ. ডিগ্রি কলেজ

আপডেট: মার্চ ২, ২০১৭, ১২:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



মানসম্মত শিক্ষায় জাতীয় পর্যায়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ তৃতীয় হয়েছে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষা জিপিএ-৫ এর ফলাফলের মূলায়নে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায় দেশের শীর্ষ ১০ টি কলেজের তালিকা প্রকাশ করা হয়। সেখানে মূল্যায়ন কমিটির মূল্যায়নে নিউ গভ. ডিগ্রি কলেজ তৃতীয় স্থান অধিকার অর্জন করার গৌরব অর্জন করে।
গত ২৬ ফেব্রুয়ারি ‘মানসম্পন্ন শিক্ষা’ শিরোনামে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের সংগৃহিত তথ্যের আলোকে সরকারি কলেজ সমূহের হালনাগাদ প্রতিবেদন প্রকাশিত হয়।
২০১৬ সালের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত সারাদেশের মধ্যে শীর্ষ ১০ টি সরকারি কলেজ হলো- সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ঢাকা কলেজ ঢাকা, নিউ গভ. ডিগ্রি কলেজ রাজশাহী, মজিদ মেমোরিয়াল সরকারি সিটি কলেজ খুলনা, চট্রগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ চট্টগ্রাম, রাজশাহী সরকারি কলেজ রাজশাহী, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা।
গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে সকাল ৯টায় দেশের ৩২৭ টি সরকারি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে আজিমপুর গর্ভমেন্ট গালর্স স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর ঢাকা মিলনায়তনে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে সভাপতিত্ব করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহা-পরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহেদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সচিব সোহরাব হোসাইন। স্বাগত বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এনডিসি ড. মোল্লা জালাল উদ্দিন। সরকারি কলেজ পরিচালনা সমস্যা ও সম্ভাবনা শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন, (কলেজ ও প্রশাসন) পরিচালক অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা। এছাড়া বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষরা।
এদিকে অপর এক পরিসংখ্যানে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর পছন্দের কলেজ হিসেবে সারাদেশের শীর্ষ ১০ টি কলেজের মধ্যে নিউ গভ. ডিগ্রি কলেজের অবস্থান সপ্তম বলে উল্লেখ করা হয়।
এছাড়া নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম জার্জিস কাদির শিক্ষা বিস্তারে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ ধারাবাহিকতা বাস্তবায়নের প্রশংসা করেন। কলেজকে মাদকমুক্ত শিক্ষাঙ্গণ প্রতিষ্ঠা ও তথ্য প্রযুক্তির সর্বাধিক ব্যবহারের মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ