জাতীয় পার্টির জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২৩, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


জাতীয় পার্টি রাজশাহী জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) নগরীর গণকপাড়ায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সামসুদ্দিন রিন্টু সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর আহবায়ক সাইফুল ইসলাম স্বপন। এসময় তারা নতুন আহ্বায়ক কমিটিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেন।

রাজশাহী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক রাহাত হোসেন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।