সোনার দেশ ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় পার্টির নতুন ১১ জন সংসদ সদস্যশপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২:১২ টায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথগ্রহণ করেন এমপিরা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপার সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করান ।
এর আগে আলাদাভাবে শপথ নেন আওয়ামী লীগ ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা।
সকাল ১০:১৭ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। বেলা ১১:১২ মিনিটে শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
নির্বাচিত এমপিদের শপথের আগে নতুন এমপি হিসেবে শপথ নেন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি নিজেই নিজের শপথ নেন। এরপর তিনি অন্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
তথ্যসূত্র: বাংলানিউজ