শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা-সোনার দেশ
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলার উদ্যোগে ১১ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনার প্র্ঙ্গাণে এক বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে সভাপত্বি করেন, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। অনুষ্ঠানে বক্তব্য দেন, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ রাজ কুমার সরকার, আব্দুল বারি, অধ্যক্ষ আবদুর রাজ্জাক, অধ্যক্ষ কাওছার, অধ্যক্ষ আবদুর কুদ্দুস, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান, কামরুজ্জামান, উপাধ্যক্ষ রইচ উদ্দিন, শাহাবুদ্দিন, আকতার বানু, অধ্যক্ষ আলম আরা। সমাবেশ পরিচালনা করেন, অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান। উপস্থিত বক্তারা বলেন, ১১ দফা দাবি মেনে দেওয়া না হলে এক দফা এক দাবি শিক্ষা জাতীয় করনের লক্ষ্য ভবিষৎতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। উক্ত সমাবেশ শেষে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যেমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সমাবেশটি শেষ করা হয়।