মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা আওয়ামী লীগের ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিসমূহ উপজেলা আওয়ামী লীগকেও পালনের জন্য অনুরোধ জানানো হয়।
জেলা আওয়মী লীগের কর্মসূচি সমূহ- ১৫ আগস্টের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২ টা ১ মিনিটে লক্ষ¥ীপুর মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হবে, ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ হবে (এই কর্মসূচি সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রযোজ্য), সারাদিনব্যাপি মাইকে বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার করা হবে, ১৫ আগস্ট দূপুরে লক্ষ¥ীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য বিতরণ, লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধু ও জাতীয় শোকদিবস ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ও চিত্র প্রদর্শন। এসব কর্মসূচিসমূহ জেলা আ’লীগের সকল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।