জাতীয় শোক দিবস উপলক্ষে সভা

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৬ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষে গতকাল শনিবার অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভা সভাপতিত্ব করেন, সহসভাপতি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মতীন। সভায় বক্তব্য দেন, মঞ্চের সাধরণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, অ্যাডভোকেট শফিকুল আলম, আবদুস সালাম, বজলুর রহমান, মীর মোরর্শেদ আলী, মফিজুর রহমান নবী প্রমুখ। সভায় জাতীয় শোক দিবসের দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পরে আলোচনাসভার সিদ্ধান্ত গৃহিত হয়।