বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল বুধবার বিকালে শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক তোফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, রাবির সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন, আদিনা ফহ সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল বারী, ছাত্রসংসদের সাবেক সভাপতি ( ভিপি) ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুদ্দিন আহমেদ প্রমুখ। আলোচনাসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।