জাতীয় শোক দিবস পালনে জেলা পরিষদে প্রস্তুতি সভা

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:৩১ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


জাতীয় শোক দিবস পালন করতে রাজশাহী জেলা পরিষদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার সভাপতিত্ব করেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। বাঙালি জাতি বঙ্গবন্ধু পরিবারের ত্যাগের প্রতিদান কখনোই দিতে পারবে না।
সভায় আরও বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা, সদস্য এমদাদুল হক, আসাদুজ্জামান মাসুদ, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, শিউলী রানী সাহা প্রমুখ।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আবদুস সালাম, গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, আবদুল মান্নান ফিরোজ, আবুল ফজল প্রামানিক, আবদুর রশিদ, মাহমুদুর রহমান রেজা, আবু জাফর মাস্টার, আজিবর রহমান ও নূর মোহাম্মদ তুফান।
সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে আগামি ১০ আগস্ট মিলাদ মাহফিল, আলোচনাসভা ও কাঙালি ভোজের আয়োজন করবে জেলা পরিষদ। এছাড়া ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ওই দিন জেলা পরিষদে সরকারি কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি পালনে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা এই কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন, পরিষদের সদস্য এমদাদুল হক, আবদুস সালাম, আবুল ফজল প্রামানিক, সফিকুল ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি ও কৃষ্ণা দেবী।

এ বিভাগের অন্যান্য সংবাদ