রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে গতকাল রাজশাহী শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজ দল ৩ উইকেটে হারায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলকে। টসে হেরে বিশ্বাবিদ্যালয় স্কুল ব্যাট করতে নেমে ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ সিজান ২৮ ,মিদুল ২৪ ও মারুফ ২২ রান করে। বিপক্ষে আশরাফুল ২২ রানে ৫টি ও হামজা ২৮ রানে ৩ টি উইকেট নেন। জবাবে রাজশাহী শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজ দল ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ জাকির ৪৮ ও রাসিল অপরাজিত ৩২ রান করে। বিপক্ষে ফেরদোস ২১ ও কাফি ৩৮ রানে ২টি করে উইকেট নেন।