সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চা প্রদর্শনী। ‘বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৭’ চলবে তিনদিন। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ২ নম্বর হলে (পুষ্পগুচ্ছ) ১২ জানুয়ারি শুরু হবে প্রদর্শনী। গতকাল রবিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে জানান, প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল থাকবে। চা শিল্পের যন্ত্রপাতি প্রদর্শনের জন্য চারটি প্রতিষ্ঠান অংশ নেবে। বিনা খরচে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত প্রদর্শনী দেখতে পারবেন দর্শনার্থীরা।
সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বৃদ্ধি করতে পারবে। বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে পথ নকশা প্রণয়ন করা হয়েছে। সে মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ফলে চায়ের উৎপাদন এ বছর রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৭৮ মিলিয়ন কেজির বিপরীতে গতবছর প্রায় ৬৮ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। এ বছর উৎপাদন ৮০ মিলিয়ন কেজি ছাড়িয়ে গেছে।
২০২৫ সালের মধ্যে চায়ের উৎপাদন ১৩০ মিলিয়ন কেজিতে উন্নীত করা সম্ভব হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা ও চা-এর সাথে সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি, ব্লেন্ডার ও চা শিল্পের অংশীদারের মিলনস্থল এবং চা পর্যটন শিল্পের প্রচার দেশের মানুষ জানতে পারবেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আরদাশির কবির উপস্থিত ছিলেন।