জাপানের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার চলতি বছরের শেষ দিকে সংসদ নির্বাচন হতে পারে: ড. ইউনূস

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূস বলেন, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে।

ড. ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, ওই সময়ের পরিস্থিতি বললে, আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ-অর্থনীতি-রাজনৈতিক ব্যবস্থা। বিচারিক ব্যবস্থাও ছিল অনেক নাজুক।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, একটি গণতান্ত্রিক জাতি হওয়ার জন্য এটি অপরিহার্য পদক্ষেপ। তিনি বলেন, নির্বাচন সবচেয়ে দ্রুত সময় হতে পারে, বিশেষ করে এ বছরের শেষ দিকে।

ঔধমড়হবংি২৪ এড়ড়মষব ঘবংি ঈযধহহবষজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

সাক্ষাৎকারে তরুণ প্রজন্মকে নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে চায়। আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কীভাবে এগোই।
তথ্যসূত্র: জাগোনিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version