রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাচ্চু ডালিম – সোনার দেশ
সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি রাজশাহী মহানগর কমিটি ভেঙে দিয়ে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজনের মাধ্যমে রাজশাহী মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রেরিত এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৮১ সদস্য বিশিষ্ট এই সম্মেলন প্রস্তুতি কমিটিতে শাহাবুদ্দিন বাচ্চুকে আহ্বায়ক এবং খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছেÑ যা অবিলম্বে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।