জাপা নেতা আফতাব হোসেন আর নেই

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ২:৫১ অপরাহ্ণ


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


পত্নীতলা উপজেলা জাতীয় পার্টি নেতা ও নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আলহাজ্ব আফতাব হোসেন (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)।

জানা যায়, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে নজিপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণে করেন। মরহুমের গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার দেবরপুর গ্রামে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজ শোকাহত। তিনি মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বেলা ১১টায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন মরহুমের প্রথম নামাজে জানাযা ও বাদ যোহর গ্রামের বাড়ি দেবরপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষ করে তাঁর লাশ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে ।

তাঁর মৃত্যুতে পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইউনুছার রহমান ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ বর্ষীয়ান এই নেতা ও ব্যবসায়ীর আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ