রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত ১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল বর্ণালী কিংস ৬ ইকেটে হাতেম খা ইয়াং-কে হারায়। টসে হেরে হাতেম খা ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রানা ৩৬ রান করে। বিপক্ষে আলী ৯ রানে ৪টি ও মইন ২০ রানে ৩টি উইকেট নেন। জবাবে বর্ণালী কিংস ৯.১ ওভারে ৪ উইকেটে ৭৬ রান করে। দলের পক্ষে ইদ্রিশ ২০ ও পবন ১৯ রান করে। বিপক্ষে রানা ও সনি ১টি করে উইকেট নেন। দিনের অন্য খেলায় নওদাপাড়া ক্রিকেট একাদশ ৫ উইকেটে বিশাল একাদশকে হারায়। টসে হেরে বিশাল একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলের পক্ষে রাব্বীল ৫১ রান করে। বিপক্ষে আবু সাইদ ৮ ও শামীম ১০ রানে ২টি করে উইকেট নেন। জবাবে নওদাপাড়া ১৮ ওভারে ৫ উইেিকটে ১০৫ রান করে। দলের পক্ষে নাইম ২৩ রান করে। বিপক্ষে জামিল ৯ রানে ৩টি উইকেট নেন।