সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত ১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল এ্যাপোলো -১১, ২৩ রানে হারায় দেশমেটালিক-কে। টসে হেরে এ্যাপোলো ১১ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ১৬০ রান। দলের পক্ষে সর্বোচ্চ লিটন ৬৬, জয় ৪৬ ও হাবীব ২৯ রান করে। বিপক্ষে রিদয় ২৫ রানে ৩টি উইকেট নেন। জবাবে দেশমেটালিক নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ তন্ময় ৩৩ ও সিফাত ১৫ রান করে। বিপক্ষে জয় ৩৩ রানে ৩টি ও হাবীব(২) ২৩ রানে ২টি উইকেট নেন। দিনের অন্য খেলায় ক্লেমন ক্রিকেট একাডেমী ১০ উইকেটের বিশাল ব্যবধানে আল রশিদকে হারায়। টস জয়ী আল রশিদ ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৬ রান করে। বিপক্ষে সাকিব ৮ ও শাওন ০ রানে ২টি বরে উইকেট নেন। জবাবে ক্লেমন রাজশাহী একাডেমি ১.৩ ওভারে সংগ্রহ করে ২৭ রান। দলের পক্ষে সাকিল ১৬ রান করে।