জাভেদ আখতারকে বিয়ে করতে চান বিদ্যা বালন! শাবানা আজমিকে নিয়েও করলেন বড় মন্তব্য

আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ২:৪০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বর্ষীয়ান ও বিখ্যাত গল্পকার-গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করতে ইচ্ছুক অভিনেত্রী বিদ্যা বালন! একথা আর কেউ নয়, জানালেন বিদ্যা স্বয়ং। না, না চমকে উঠবেন না। মজা করেই একথা জানিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’ ছবিখ্যাত এই জনপ্রিয় বলি-অভিনেত্রী। তবে বিদ্যার এই মন্তব্যের পিছনে লুকিয়ে থাকা যুক্তি শুনলে হাসি ফুটে উঠবে আপনার মুখেও।

আসলে, জাভেদ আখতারের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির ভীষণ ভক্ত বিদ্যা বালন। তাঁর সবথেকে পছন্দের অভিনেত্রী শাবানা। সেই কারণেই ঠাট্টা করে ‘শেরনী’ নায়িকার মন্তব্য, “যদি শাবানা আজমি হওয়ার জন্য আমাকে জাভেদ আখতারকে বিয়ে করতে হয়, তাতেও আমি রাজি।”

বিদ্যা আরও জানিয়েছেন, শাবানা আজমির অভিনয় তাঁকে অভিনেত্রী হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছিল। কিশোরীবেলায় প্রথমবার শাবানার অভিনয় দেখেছিলেন বিদ্যা এবং সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন ‘কাহানি’ অভিনেত্রী। ” ‘আর্থ’ ছবিতে ওঁর অভিনয় আমার এতটাই ভালো লেগেছিল যে এক পুরুষ বন্ধুকে আমি জানিয়েছিলাম আমার জন্মতারিখ ১৮ সেপ্টেম্বর। কারণ শাবানা আজমির জন্মদিন ১৮ সেপ্টেম্বর।”

প্রসঙ্গত, দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেই কার্তিক আরিয়ানের পাশাপাশি দেখা যাবে বিদ্যা বালানকে। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে বিদ্যা বালানের ‘মঞ্জুলিকা’ চরিত্রটি মন ছুঁয়ে নিয়েছিল দর্শকের।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version