জার্মানিতে নাৎসি স্যালুট দিয়ে মার খেলেন মার্কিনি

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


জার্মানিতে বেশ কয়েকবার নাৎসি স্যালুট দিয়ে পিটুনি খেয়েছেন এক মার্কিন নাগরিক। পুলিশ জানিয়েছে, ওই মার্কিন নাগরিক মাতাল ছিলেন। ড্রেসডেন শহরে একাধিকবার নাৎসি স্যালুট দেওয়ার কারণে এক পথচারী তাকে ঘুষি মারেন।
ড্রেসডেন পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার সকাল সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। নিরাপত্তার জন্য ৪১ বছরের ওই মার্কিন নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়নি। মারধরে সামান্য আহত হয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, মার্কিন এই নাগরিকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। নাৎসি স্যালুট ও স্লোগান নিয়ে জার্মানির প্রচলিত আইন ভঙ্গ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। মার্কিন নাগরিকের রক্তের উচ্চ মাত্রায় অ্যালকোহল পাওয়া গেছে।
মার্কিন নাগরিকের ওপর হামলাকারী ব্যক্তি পলাতক রয়েছে। শারীরিক আঘাতের অভিযোগে হামলাকারীকে খুঁজছে পুলিশ।
এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পর্যটকরা নাৎসি স্যালুট দিয়ে আইনি ঝামেলায় পড়লেন। ৫ আগস্ট দুই চিনা পর্যটককে আটক করা হয়েছিল নাৎসি স্যালুট দেয়ার অপরাধে।
তথ্যসূত্র: এপি, বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ