জার্মানিতে বোরকা নিষিদ্ধ চান মের্কেল

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


জার্মানিতে বোরকা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। একইসঙ্গে তিনি জানিয়েছেন, শরণার্থীদের নিয়ে চলমান সংকট দ্বিতীয়বার হওয়া উচিৎ নয়। মঙ্গলবার নিজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির সমাবেশে তিনি এ কথা বলেছেন।
মের্কেল বলেন, ‘সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা আমাদের দেশে গ্রহণযোগ্য নয়। যেখানে আইনি প্রক্রিয়ায় সম্ভব সেখানে এটা নিষিদ্ধ করা উচিৎ।’ বোরকা ও শরণার্থী ইস্যুতে মের্কেলের হঠাৎ এই ইউটার্ন রীতিমতো বিস্ময়কর। এর আগে ডানপন্থীরা বোরকা নিষিদ্ধের আহ্বান জানালে তা প্রত্যাখান করেছিলেন মের্কেল।
সরকারি ভবনে বোরকা নিষিদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজার গত আগস্টে যে প্রস্তাব দিয়েছিলেন মঙ্গলবার মের্কেল তাতে সমর্থন দেন। এসময় গত বছর জার্মানিতে যে শরণার্থীর ঢল নেমেছিল সে বিষয়েও কথা বলেন তিনি। মের্কেল বলেন, ২০১৫ সালের গ্রীষ্মের শেষে যে পরিস্থিতি হয়েছিল এটার পুনরাবৃত্তি হওয়া উচিৎ নয়, আর হবেও না।- রাইজিংবিডি