মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ করে কথা বললেই জরিমানা ও গ্রেপ্তার করা হচ্ছে জার্মানি ও ফ্রান্সে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, রোববার প্যারিসের পুলিশ ফিলিস্তিন সমর্থক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করে এমন মানুষদের উপস্থিতি এবং প্রচারের ও্রপর নিষেধাজ্ঞা জারি করেছে। পুলিশ ১২ অক্টোবর থেকে এ পর্যন্ত ৭৫২ জনকে জরিমানা করেছে এবং ৪৩ জনকে গ্রেপ্তার করেছে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণের বিশৃঙ্খলার ঝুঁকির কথা উল্লেখ করে গত সপ্তায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভের ওপর দেশজুড়ে নিষেধাজ্ঞা জারি করেছেন।
অন্যদিকে জার্মানিতে, বার্লিন পুলিশ হামাসের প্রাথমিক হামলার পর থেকে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের জন্য দুটি অনুরোধ মঞ্জুর করেছিল। তবে বিক্ষোভে যোগদানকারী অন্তত ১৯০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ইসরায়েলের আগ্রাসন বন্ধে ইহুদিদের একটি সংগঠন এবং বর্ণবাদবিরোধী অপরে একটি সংগঠন অন্তত ৭টি সংগঠনের অনুমোদন মঞ্জুর করা হয়নি।
বার্লিনের শিক্ষা কর্তৃপক্ষ গত সপ্তায় জানিয়েছে, যে শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের প্রতীক কুফিয়া রুমাল পরবে কিংবা ‘ফিলিস্তিন স্বাধীন কর’ স্টিকার ব্যবহার করবে তাদের স্কুল থেকে বাদ দেয়া হবে।
ফ্রান্স ও জার্মান সরকারের ভাষ্যমতে, হামাসের হামলার পর দেশ দুটি ইহুদিদের সুরক্ষার প্রয়োজন বলে মনে করছে। এ কারণে ইসরায়েল বিরোধী সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি