জালিয়াতির মামলায় ১৭৫ মিলিয়ন ডলার ট্রাম্প বন্ড দিলেন

আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নিউইয়র্ক জালিয়াতি মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পদ বাজেয়াপ্ত এড়াতে ১৭৫ মিলিয়ন ডলার বন্ড জমা দিয়েছেন। সোমবার (১ এপ্রিল) এই অর্থ জমা দেন তিনি। ট্রাম্পকে ৪৬৪ মিলিয়ন ডলার জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন সে দেশের আদালত। এরপর প্রাথমিকভাবে ১০ দিনের মধ্যে ট্রাম্পকে ১৭৫ মিলিয়ন ডলার দেয়ার আদেশ দেয় আপিল বিভাগ।

এক বিবৃতিতে ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বন্ডের অর্থ দিয়েছেন ট্রাম্প। তিনি তাঁর আপিলের অধিকার প্রমাণ করতে এবং এই অন্যায় রায়কে বাতিল করতে উন্মুখ। এর ফলে ট্রাম্পের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার এবং ফ্লোরিডায় তাঁর মার-এ-লাগো এস্টেট বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। জালিয়াতির মাধ্যমে সম্পত্তির দাম বেশি দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এই অভিযোগে গত ফেব্রুয়ারিতে তাঁকে অভিযুক্ত করা হয়। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্ক আইনের অধীনে বন্ড দিয়ে আপিলের সময় রায় কার্যকর করা ঠেকাতে পারেন অভিযুক্ত ব্যক্তি। যদি ট্রাম্প তাঁর আপিল হারান, তবে তাঁকে ৪৬৪ মিলিয়ন ডলারই দিতে হবে। অবশ্য মামলার সিদ্ধান্ত হতে কয়েক মাস বা এরও বেশি সময় লাগতে পারে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন