সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
আক্কেলপুর, প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকার একটি ড্রেনের পাশ থেকে জমির আইল ঘেরা জালে জড়ানো নিতাই চন্দ্র (৪০) নামে আদিবাসী এক রাজমিস্ত্রি যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নিতাই চন্দ্র পাঁচবিবি উপজেলার বিরনগর দোল্লাপাড়া এলাকার মৃত শ্রী মন্টু চন্দ্রের ছেলে। নিহতের গলায় নাইলন সুতার জাল পেঁচানো ছিল।
স্থানীয় এলাকাবাসীদের সূত্র জানাগেছে,বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে ড্রেনে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, পৌরসভার পশ্চিম বালিঘাটায় এলাকায় ড্রেনে এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে জয়পুুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে তিনি জানান।