মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদীর কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৪ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৬ জুলাই)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন ছাড়াও জাসদের পক্ষ থেকে শোকসভার আয়োজন করা হয়েছে।
পাকশী ইউনিয়ন জাসদের উদ্যোগে পাকশী রেলওয়ে কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ আয়োজনে অংশ নিতে পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও পাকশী ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।