জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শফির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট: জুলাই ১১, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ

জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শফির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:


জাসদ কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য ও বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাসদ রাজশাহী মহানগর ও জেলা আয়োজিত এই বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল পাঁচটায় গণকপাড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হয়।

মহানগর সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরি কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর সহসভাপতি মোশাররফ হোসেন, শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জুয়েল খান, পাভেল ইসলাম মিমুল ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা সোহেল রানা।

সমাবেশ থেকে জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবি করেন। এজাহারে নাম না থাকার পরেও কেন একজন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ নাগরিক, নেতা ও জনপ্রতিনিধিকে কোন প্রভাবশালীর কথিত চাপে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো সেই জবাবদিহিতারও দাবি করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে খুব দ্রুত বাঘার পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ