জাহানারা জামানের মাগফেরাত কামনায় দোয়ামাহফিল

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১২:৪৪ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


নগরীর আহমাদপুর বায়তুল মামুর জামে মসজিদে গতকাল বৃহস্পতিবার বাদ আসর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবালের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী, জাহানার জামানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ামাহফিলের আয়োজন করা হয়।
দোয়ামাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, সিপিবি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রাগীব আহসান মুন্না, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, মোস্তাক হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, সদস্য এনামুল হক কলিন্স, রেলওয়ে আরবিআর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ