জাহানারা জামানের স্মরণে দোয়ামাহফিল ও আলোচনাসভা

আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১২:২৪ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এইচএম খায়রুজ্জামান লিটনের মা মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফেরাত কামনায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যা সাতটায় আলোচনা সভাও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য আহ্সানুল হক পিন্টু।
সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি বদরুজ্জামান খায়ের। সভা পরিচালনা করেন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আব্দুস সোহেল। সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সহসভাপতি এন্তাজ শেখ, মোতাহার হোসেন, যুগ্মসম্পাদক শরীফ আলী মুনমুন, মোজাহার আলী, সাংগঠনিক সম্পাদক তৌফিক এলাহী, মনোয়ার হোসেন, দফতর সম্পাদক গণেশ চন্দ্র প্রামানিক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মেসবাউল হক, সহসাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাইরন, লিয়াকত আলী, সহপ্রচার সম্পাদক আকতার আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ইলিয়াস আলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ