মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লিগে বুধবার (২৯ জুন) তেরখাদিয়া প্রগতি সংঘ ৩-০ গোলে দিপ্তী পরিষদকে হারায়। বিজয়ী দলের পক্ষে রোকন ১টি ও মারুফ ২টি গোল করেন। দিনের অন্য খেলায় সিটি বক্সিং ক্লাব ২-০ গোলে বরেন্দ্র স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে সবুজ মিয়া ও রুমন মিয়া ১টি করে গোল করেন। আজ বিরতি। আগামী রোববার এর খেলায় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, আমবাগান ক্লাব, শহীদ জিয়াবুল স্মৃতি সংঘ ও আনার স্মৃতি সংসদ অংশ নেবে।