রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
জার্মান ভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ঐধৎসধহ ঐধশং ঔড়ধপরহ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে তার দফতরকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করতে আসায় মেয়র তাদেরকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে তারা রাজশাহীর নিরাপত্তা ও সুন্দর পরিবেশের প্রশংসা করে মেয়রকে ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলে ছিলেন, জিআইজেডের প্রোগ্রাম অপারেশন ম্যানেজার শাহ শারমিন, মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটো, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুব সাঈদ টুকু, ৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম শিখা, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ প্রমুখ।