জিও-এনজিও’র সংযোগ স্থাপনের মাধ্যমে পরিবার পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান- বিভাগীয় কমিশনার

আপডেট: জুন ৪, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ জাতি গঠনে সঠিক পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই। সোনার বাংলা বিনির্মাণের স্বার্থে সবাইকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে।

পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে সরকারী (জিও) ও বেসরকারী সেবাদানকারী সংস্থার (এনজিও) সংযোগ স্থাপনের মাধ্যমে সমন্বয় বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

এর ফলে জিও-এনজিও’র সংযোগ স্থাপনের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গতি ত্বরান্বিত করা সম্ভব হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টায় নগরীর একটি রেস্তোরাঁয় পরিবার পরিকল্পনায় জিও-এনজিও সহযোগিতা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

এসময় পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

কর্মশালায় পরিবার পরিকল্পনা রাজশাহীর উপপরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রাফিউন নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা রাজশাহীর উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।

এছাড়াও কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিটের উপ-পরিচালক জাকিয়া আখতার।

আরো বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আনজুমান আরা বেগম, বড়াইগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আওয়াল।

এ বিভাগের অন্যান্য সংবাদ