সোনার দেশ ডেস্ক : রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে লস অ্যাঞ্জিলসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। কয়েক মুহূর্তের মধ্যেই সাফল্যের মুকুটে জুটলো তিন তিনটি নয়া পালক। পর পর ৩টি গ্র্যামি পুরস্কার জিতলেন র্যাপ সঙ্গীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে হাতকড়ায় দেখা যায় এই সঙ্গীতশিল্পীকে। অনুষ্ঠান চলাকালে কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জেলসের পুলিশ।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, হঠাৎ কেন কিলারকে আটক করা হল, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি পুলিশ। তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে ফোর্বস সূত্রে জানা যায়। কিলারের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। পেশার খাতিরে নাম পরিবর্তন করেন তিনি। বর্ণবিদ্বেষ এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মাঝেমধ্যেই সোচ্চার হতে দেখা যায় কিলারকে।
রোববার রাতে ‘সায়েনটিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্রস’-এর জন্য ‘বেস্ট র্যাপ সং’ এবং ‘বেস্ট র্যাপ পারফরম্যান্স’ বিভাগে জয়ী হন কিলার। তা ছাড়া তাঁর ‘মাইকেল’ অ্যালবামটি ‘বেস্ট র্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার পায়।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন