জিন্নার বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার

আপডেট: মার্চ ২৯, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলসের প্রাসাদটি ছড়িয়ে রয়েছে ২.৫ একর জমির উপর। এই প্রাসাদটি ভেঙে ফেলার দাবি জানালেন বিজেপি বিধায়ক মঙ্গলপ্রভাত লোঢা।
লোকসভায় ১৪ মার্চ  পাশ হয়েছিল শত্রু সম্পত্তি (সংশোধনী) বিল, ২০১৬। সিলেক্ট কমিটির সুপারিশ অনুযায়ী বিলে কিছু সংশোধন করতে বলেন রাজ্যসভার সদস্যরা। সংশোধনী-সহ বিলটিও সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে। এই আইন অনুযায়ী দেশভাগের সময় পাকিস্তান ও চিনে চলে যাওয়া নাগরিকদের বংশধরেরা ভারতে ফেলে যাওয়া সম্পত্তির উপর কোনও অধিকার দাবি করতে পারবেন না।
এই আইনের কথা উল্লেখ করে আজ মহারাষ্ট্র বিধানসভায় লোঢা বলেন, ‘‘জিন্নার কোনও বংশধর ওই প্রাসাদের মালিকানা দাবি করতে পারবেন না। ওই বাড়িতেই দেশভাগের চক্রান্ত হয়েছিল। বাড়িটি দেশভাগের প্রতীক। তাই সেটি  গুঁড়িয়ে দিয়ে সেখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা উচিত। যা মহারাষ্ট্রের গৌরব এবং সংস্কৃতিকে তুলে ধরবে। তুলে ধরবে ভারতের অতীত গৌরবও।’’
১৯৩০ সালে তৈরি হয়েছিল প্রাসাদটি। কয়েক দশক ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারেরও বাসভবন ছিল সেটি। ১৯৮২ সালের পর থেকে প্রাসাদটি অবশ্য তালাবন্ধ। ২০০৭ সালে জিন্নার মেয়ে দিনা ওয়াদিয়া প্রাসাদটি মালিকানা দাবি করে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। লোধা বলেন, ‘‘পূর্ত দফতর ওই প্রাসাদটির দেখভাল করে। সেই কাজেও কয়েক লক্ষ টাকা খরচ হয়।’’- আনন্দবাজার পত্রিকা

এ বিভাগের অন্যান্য সংবাদ