জিপসি’র উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১০:৪৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



স্বেছাসেবী সংগঠন ‘গ্রুপ অফ ইয়্যাং পিপুল সার্পোট ফর ইয়ুথ জিপসি’র উদ্যোগ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর শাহমুখদম থানাধীন কিষ্টগঞ্জ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনটির পক্ষ থেকে এলাকার ১৬টি পরিবারে একটি করে কম্বল ও পরিবারগুলোর মোট ৬৬ জন সদস্যদের হাতে বিভিন্ন ধরনের শীতের পোশাক তুলে দেয়া হয়। শীতবস্ত্র বিতরণকালে গ্রুপ অফ ইয়্যাং পিপুল সার্পোট ফর ইয়ুথ জিপসি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বর মাসে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ রাজশাহীতে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি এ পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক সেবামুলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে আসছে। যার মধ্যে ২০১৫ সালে রাজশাহী পলিটেকনিকের প্রাক্তন ছাত্রী রনির চিকিৎসাসেবার ব্যকস্থা উল্লেখযোগ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ