জিমিকে অধিনায়ক করেই জাতীয় হকি দল ঘোষণা

আপডেট: মার্চ ২, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



রাসেল মাহমুদ জিমিকে অধিনায়ক বহাল রেখে হকি ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড-২ এর জন্য জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন গত সেপ্টেম্বরে হংকংয়ে অনুষ্ঠিত এএইচএফ কাপের দলে থাকা তাপস বর্মন ও হাসান যুবায়ের নিলয়। দলে তিন নতুন মুখ মিডফিল্ডার মাহবুব হোসেন, নাইম উদ্দিন ও ফরোয়ার্ড আরশাদ হোসেন। নতুন তিন খেলোয়াড় এর আগে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।
রাসেল মাহমুদ জিমি এ নিয়ে চতর্থবার জাতীয় দলের অধিনায়ক হয়েছেন। গত সেপ্টেম্বরে হংকংয়ে অনুষ্ঠিত এএইচএফ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল তার নেতৃত্বে।
বাংলাদেশ দল : গোলরক্ষক : জাহিদ হোসেন, অসীম গোপ। রক্ষণভাগ : মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, রেজাউল বাবু, ফরহাদ সিতুল, ইমরান হাসান পিন্টু। মধ্যভাগ : কামরুজ্জামান রানা, সারোয়ার আলম, কৃষ্ণ কুমার, মাহবুব হোসেন, নাইম উদ্দিন। আক্রমণভাগ : রাসেল মাহমুদ জিমি, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন, রোমান সরকার, আরশাদ হোসেন।