জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বালিয়াপুকুর ওয়ারিয়ার্স জয়ী

আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


৩১তম শহিদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বালিয়াপুকুর ওয়ারিয়ার্স ও ডাব্লুই কে প্রাইভেট কোচিং লাল দল নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
গতকাল রাজশাহী কলেজ মাঠে টুর্নামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে বালিয়াপুকুর ওয়ারিয়ার্স দল ৮ উইকেটে হারিয়েছে রাজপাড়া ৫ নম্বর ওয়ার্ড একাদশকে। প্রথমে ব্যাট করতে নেমে রাজপাড়া ৫ নম্বর ওয়ার্ড একাদশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করে। দলের রফিকুল ৪১ ও মশিউর ২১ রান করেন। বিপক্ষ দলের লাবু ১১ রানে ২ উইকেট লাভ করেন। জবাবে বালিয়াপুকুর ওয়ারিয়ার্স দল ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করে। দলের রাহুল অপরাজিত ৬০ ও রাফি ২৮ রান করেন। প্রতিপক্ষ দলের সাব্বির ১৪ রানে ১ উইকেট পায়। দিনের অন্য খেলায় ডাব্লুই কে প্রাইভেট কোচিং লাল ২ উইকেটে বিনোদপুর ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বিনোদপুর ক্রিকেট একাডেমি ১৯.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১২ রান করে। দলের সানি ২৮ ও কালাম ২১ রান করেন। বিপক্ষ দলের লিমন ১৬ রানে ৩টি উইকেট লাভ করেন। জবাবে ডাব্লুই কে প্রাইভেট কোচিং লাল দল ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে। দলের মারুফ ৩৮ ও বারি ১৫ রান করেন। প্রতিপক্ষ দলের রাকিব ২৩ রানে ৩টি উইকেট লাভ করেন।