বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শামীম জ্যোতি
তখন চোখের কোণে জল
জল এমন যে তুমি দেখলে না
কখনও ঘুমভাঙা রাতে
পড়ে দেখলে না আপন হরফ।
না, মানুষ তো ঘুমায়
ঘুমিয়ে যাও অনিঃশেষ জীবন
তোমার জাগ্রত দ্রোহ
রাতকে নিশ্চুপ হতে ভয় পাওয়ায়।
তখন উড়িষ্যা ও কাঞ্চন
তখন মণি ও জখম
তোমার প্রফুল্ল শ্রাগ
আত্মকলহ ও বিষাদ
অমন অকপটে বর্ষণ হতে থাকে।
যাও, ঘুমাও একটু
আর মৃত্যুকে বলো বাই বাই
যেন তুমি আরেকটু জেগে থাকতে পারো।