জীবন থাকতে একতরফা নির্বাচন মেনে নিবো না : রাবি ছাত্রদল

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা দেশব্যাপী বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭:৩০ দিকে নগরীর ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মিছিল করেন তারা।

নেতাকর্মীরা‘’জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘আগামীকালের অবরোধ, সফল হোক সফল হোক’, ‘খালেদা জিয়ার অবরোধ, চলছেই চলবে’, ‘তারেক জিয়ার অবরোধ, চলছেই চলবে’, ‘রাজশাহবাসীর অবরোধ, চলছেই চলবে’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ভোটচোর ভোট চোর, শেখ হাসিনা ভোটচোর’, ‘অবৈধ নির্বাচন, মানি না মানবো না’, ‘খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাক্শন’, ‘রাবি শাখার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আমরা ছাত্রসমাজ ২০১৪ ও ২০১৮ তে আমাদের সাংবিধানিক অধিকার ভোট প্রদান করতে পারিনি। এবারও নির্বাচনে আমাদের দমন করার জন্য মিথ্যা গাড়ি পোড়ানো মামলা দিয়ে দমন করতে চায় মাফিয়া সরকার। কিন্তুু ছাত্র সমাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে রয়েছে। আমাদের জীবন থাকতে আমরা একতরফা নির্বাচন মেনে নিবো না।

মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক, রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, মাইনুল ইসলাম মিন্টু সহ বিভিন্ন পযার্য়ের নেতা-কর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ